জোঁকে খায় রক্ত
তার ও কেউ ভক্ত!
হতে পারে বিষ ঝাড় এমনি?

গারদের পাল্লায়
সমানে ঘোল খায়
চিকচিক মায়া রোদ!

বলে কী না--
ফোস ফোঁস ফোলবার
ওর কোনো নেই দোষ!

আসলে বেহিসাবি কর্মের
গোলযোগ উচ্ছ্বাস কালোমেঘ
অসময় ভুঁইফোড় যা হবার হবারই।

যাকগে এই তো খেলাঘর
চুকোলেই মিটে যায় সব হিসেব।
-----------------------------------------
-২৫/১০/২৪-অবুঝ মন -