কতজন-কত কী ভাবে?
কতজন ভাবছে--
কী ভাবে খাবে!
কতজন আসা যাওয়া করে
কতজন ভেবে ভেবে
আজও পোড়ে জ্বরে!
কতজন হেঁটে চলে বাস্তবের বাস্তবে?
কতজন নিষ্ঠায় রয়েছে ডুবে!
নিখিলেশ আজওও--
মুখোশের দাম দিয়ে চলেছে!
জানেও কীভাবে কথা হয় রাখতে
প্রশ্ন একটাই এমনটা না হলেই পারতো।
হোক যতো অভিনয়
গোলাপের স্পর্শ খেলা নয় বাস্তব
পেরেক আর হাতুড়ি খুব কি প্রয়োজন?
--------------------------------------
-৬/১/২৫-অবুঝ মন -