কেউ ভাবে এই বুঝি এলোমেলো হয়ে গেলো
যেটুকু সময় আছে আড়ালের ছায়ায় থাকি
কেউ ভাবে অঢেল সময় ফিরবার নানা পথ আছে বাকি।
কেউ ভাবে আঁকা বাঁকা পথ ধরে
স্বার্থের দুনিয়াতে মজে
কেউ ভাবে বাঁকা চোখ অবুঝের গরজে গরজে!
কেউ ভাবে যা কিছু হচ্ছে হোক
এই বেশ,বেশ আছি
চারিদিকে আরওও--যারা তারাও তো নয় মশা,মাছি
কেউ ভাবে ভাবছো কী সকলের তরে
কেউ জানো কী--
চুপটি করে কেমনে ওরা ঘরে বসে পুড়ছে সে জ্বরে?
---------------------------------------------
২৫/৪/২৩-অবুঝ মন -