একটা জীবনের প্রথম বসন্ত রাগ
কতটা বদলে দিতে পারে ভর,স্থিতি সামাজিক সংস্কার?

হাঁ ঠিক তাই,প্রথম দিন থেকে প্রাধান্যের শিরোনামে
রাখতে রাখতে,রাখতে রাখতে---
আজ একেবারে সর্বোত্তম সর্বোচ্চ খোয়ানোর গল্পে আসীন!

না,এ কোন যা তা মামুলি গল্প উপন্যাস নয়
জল আছে তাই ধরে বাঁধবার সহজ উপায় !
কী জানি রক্তে থাকতে পারে কতটা স্বভাব সিদ্ধ জমাটি তফাৎ?

অথচ এখনও রয়েছে---
চোখের উপর ঘটে যাওয়া সেদিনের সেই কালসিটে দাগ
জেনেছে ও কম নয় গরু হাটে দরদাম কিভাবে হয়!

যদি একবার হতে পারো নিত্য অডিও স্পিকার,তাহলেই ব্যাস
গোবিন্দ ভোগ চাল,ব্যা ব্যা,ইলিশ----রসনা তৃপ্তি ভরা জোৎস্না রাত
গ্ৰীপের বাইরে কিছুই থাকে কি আর?
তাছাড়া পড়ে তো রইলো অবশিষ্ট কিছু উচ্ছিষ্ট ভার।
---------------------------------------------
২৮/৯/২৪-অবুঝ মন -