খোলা জানালা---
তবু ভরসার চিহ্ণ শূন্য ধরে বার বার পিছিয়ে পড়া
জোৎস্না জোয়ার--
তবু তাকিয়ে দেখার এতোটাই অনিচ্ছা যে সহস্র শিকড়ে ঢোসা রোগের লক্ষণীয় পাদুর্ভাব
অনাবিল মুক্ত ধারা--
তবু ভীষন খামতি সুজলা সুফলা চরে ভিজতে চাওয়ায়
এবার ভাবো জ্বলন্ত প্রদীপের কী অসহ্য যন্ত্রণায় ফেটে যাচ্ছে বুক
কে জানে বা বাঁধার প্রাচীর কতটা পুরু?
----------------------------------------
-৩০/৮/২৩-অবুঝ মন-