সবাই ভাবছি দায়িত্বে অবিচল
কী অদ্ভুত না আমরা সবাই!
আর কত মেশাবো তুলসী ধোয়া জল?
আমরা কি জানি--আছি আজ কে-কোথায়?
হবে না,হবে না বলে দিতে পারলুম এই ব্যাস
অনায়াস অভ্যাস হজমের রাস্তা!
আর কোনো দায় নেই কারোও আর এটুকুই সম্ভব!
থাকে থাক পাড়াটাই শূন্য ক্ষতি নেই
কার তরে আমরা দাঁড়িয়ে কে জানে?
শেষমেষ দানবের লাল চোখ সুনামীর উচ্ছ্বাস
অনিকেতও ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে--
দেখলো তছনছ হ্যারিকেন ঘূর্ণির তান্ডব!
কে জানে মেঘলা এ আকাশ কতদূর মিশেছে?
-----------------------------------------
২৬/১/২৫-অবুঝ মন -