শুনেছি অপ্রিয় সত্যের মুখোমুখি হতে যত ভয়
অথচ অনাবিল আষাঢ়ে গল্প ফাঁদে কত না নির্দ্বিধায়!
কি জানি নিজের সাথে--কথা বলে কী না মাঝে মাঝে?
পালাতে গেলেও চাই একটু ভাবনারাজে
যে আঁধার জড়িয়ে বুকে আর যাই হোক ফেরা কি সম্ভব অনুকূলে?

দেখেছি পাখি হতে যত না এই সমাজে
কখনও দূরন্ত ঘূর্ণি উড়ান কার যে--কী কাজে?
এক্ষণে ভিড়েছে সে বৃহৎ এক মায়াতলে
ভেঙেও পড়বে না আর দমকা ঝড় এলে
সুতরাং বলতে পারেন কিমতি চাঁদের আলো তার কাছে আলগোছে!

কজন বা জানে--এ পথে চলাচল কত লোকের?
------------------------------------------
-৩/৬/২৩-অবুঝ মন -