জানি না কী দিতে পারবো আমি?
যত দিন আছি ভূমে কোন ঘৃণা নয় দ্বেষ নয়
সুযোগ্য বাস ভূমি হয়ে উঠুক তোমারো--
হয় হোক ধন্য এ শহর ও শহর
মিছিলের ভিড়ে হোক পূর্ণ প্রতিটি নগরী
আমরণ অনশন দরকার কেন হয় বলোতো?
এতো বিষ শাসকের চোখেতে!
দূর হঠাও কবরের ঠিকানায়।

পাখি চোখ লক্ষ্য ধনুকের,শান্তি
পৃথিবী নির্মল উজ্জ্বল এটা চাই
এই সেই মহাবীর ডাকছে 'রক্তের প্রয়োজন'
আজ তারই জন্ম দূর্লভ হে মানব সুস্থির
সত্যি দরকার পৃথিবীর
ধূলো জং জঞ্জাল নিরসনে তাকিয়ে আমরা--
ওই তো হাঁকছে চলো যাই (দিল্লি)
তোমরা কী দেখেছো ওনাকে?
এখনও আজাদির চিহ্ন আঁকছে!
প্রণমী চরণে মহাবীর,জয়হিন্দ জয়হিন্দ জয়হিন্দ--
-------------------------------------------
২৩/১/২৪-অবুঝ মন