এখনও পৈশাচিক উল্লাস!করে আর কী হবে?
পুড়ে ছাই হতে আর বাকি নেই
ভাবছেন এই বেশ ঘর দোর ঠিক আছে!
এভাবে কত দিন?মনে পড়ে----
এক লেজ আগুনের ভয়াবহ রূপ রঙ কী ছিল?
দেখো চেয়ে কিভাবে--
কাতারে কাতারে হনুমান জাগছে?
ভিক্ষার দানটুকু ছাড়লেই বুঝবে
চিরদিন কাহারো এক নয়
যত হোক পোড় খাওয়া রাঙা রোদ
সব ঘাঁটি শক্ত পোক্ত পুরোনো
লাল চোখ কিংসফোর্ড বাঁচে না বেশিদিন
রাবনের ও পরিনতি কারো নয় অজানা
মটকু কালীরাম জয় ঢাক কোথায় আজ?
হতে পারে বিচারে সেলুকাস কিছু কাল জীবিত।
-----------------------------------------
৭/৫/২৪-অবুঝ মন -