সময় যখন অস্থাচলে কী হবে আর ঝগড়া করে?
তার চেয়ে বরং এই বিকেলে দু চার কথা ঝরুক সুখের
রক্তটক্ত থাক শরীরে,যেমন আছে
তুই ও জানিস আমি ও জানি,আমরা দুজন কে কেমনে
এখন থেকে তিনি বোঝেন এ সব হিসাব বাদই দিলাম
দেখতো এবার ভাসে কী না ইলশে রোদের নিকোন উঠান
যতো দোষ কী সবটা কারও হতে পারে?
এ কারণে বাড়ছে রোজই সবুজ ক্ষেতে তালির কদর।
--------------------------------------------
-১৭/৮/২৩-অবুঝ মন -