একটা হৃদয় নদীর এপার ওপার
বলতে পারো জুড়ে আছে পুরো একটা অধ্যায়
যার শুরু এবং শেষ পাতা জুড়ে শুধু তুমি
মাঝের গুলোয় কী থাকতে পারে?
সে কথাও বলতে হবে!
এরপরেও যদি কিছু মনে করে থাকি,সে দোষ তোমার না
আমি কী সত্যি প্রাচীন দেশের নাগরিক?
যেখানে সবকিছু এলোমেলো
ধরতে পারো পুরোনো প্রেমিক,হাঁ খানিকটা অগোছালো
যেখানে মরুতীর্থ--একটু একটু করে পাড় ভাঙাতে ব্যস্ত
যদি অবশিষ্ট বলে কিছু থেকে থাকে,বাকিটা তোমার হাতে--
--------------------------------------------
-১৫/৭/২৩-অবুঝ মন -