জীবন দেখায় নানান পথের বাঁক
সবাই সবার ধরন নিয়ে থাক
থাকে কি আর সবার মাথার ছাত?
কেউ জানি না কার যে কোথায় হাত।

বাঁধন কখন আলগা হয়ে যায়?
সব কথাও বলার মতো নয়
দেখবে কত বসছে চেপে ভয়!
বাসবো ভালো বললে কি আর হয়?

আমি ও না মাপতে পারি জ্বর
উঠছে ফুঁসে আর্তনাদের স্বর!
স্রোতের যেমন থাকে দহন ঝড়
দেখছি শুধু হিসাব নিকাশ ঘর!

হয়তো এ সব সহজ পাঠের দোষ
রাখাল যেমন চরায় গরু মোষ
অঙ্ক কষে বাঁচেন যদি কেউ
থাক লুকোনো নীল সাগরের ঢেউ।
--------------------------------------
-৮/৫/২৪-অবুঝ মন -