যেতে যেতে একলা পথে
----------------------------------------
অসামান্য দক্ষতা কী না জানি না?
তবে কচি বয়সের কথা মানতেই হয়
তাই সেদিন খানিকটা নিঃস্ব হতে হতে বেঁচে ছিলাম।
সেখানে বর্তমান,অনেকটাই দিন বদলের পালা
জ্বালা মুখি লেলিহান লাভা স্রোত সুপ্ত
যদিও কিছুটা ছাপ ছোপ কালো দাগ লেপেচে গায়ে!
ফলে আরো একবার অসামান্য হয়ে ওঠার ভাবনা দোষের কোথায়?
ফিরে আসা অধ্যায় ঝরঝরে আলাপন,হাত শক্তের গল্প ও নেহাতই কম নয়
মনে হচ্ছিল এতোদিনের বেদখল এইবার নিশ্চিত হবে পুনরুদ্ধার
শুধু মনে ছিল না রক্ত কথা বলে মরবার আগে ও!
ফলে যা হয় আর কী হঠাৎ প্রবল!মাঝনদীতে নৌকা টলমল!
জেগে ওঠে ছোঁয়াচে দাম্পত্যের "সুখের খয়ার" ভাঙতে চাওয়া টিকটক ইতিহাস
ভেসে আসে পাতা খসা স্বর!গিরগিটির রঙের বদল!
বুঝলুম আবারো আরও--একবার নিজেকে নিভিয়ে দেওয়ার প্রাণপণ প্রচেষ্টা আঁকড়ে সম্পর্ক বাঁচানোর রাস্তায় আমি একা--
-------------------------------------------
২/৩/২৪-অবুঝ মন -