যদি দোষ দেখে ঘৃণা ভরা দুটি চোখ
বিদ্বেষ নিতো ভরে তাহলে বলার আর কিছু ছিলো না
যদি পাপি কে মুক্তি দিতো সসম্মানে
তবে তো বুঝতাম তুমিও মহান
যদি এতো বিশ্বাস তবু কেন জানালায়
নেমে আসে কালো মেঘ দূর্বার তুফান এক সাইক্লোন?
জেনে রেখো তালি যদি বেজে থাকে
যতদূর সম্ভব দু হাতের উষ্ণ
শুধু শুধু কাউকে গুনাগার সাজিয়ে
এভাবে কী সৌখিন মাথা উঁচু বাঁচা যায়?
অনুভব বলে যদি কিছু থেকে থাকে
তবে জেনো তুলসীর পাতা ও কেউ নয়
আসলে ব্যবহার ক্ষয়ে ক্ষয়ে ব্যবসার পরিধি দিন দিন বাড়ছে।
-----------------------------------------
-১০/১২/২৩-অবুঝ মন -