শৃগালের মতো নই এটা মেনে
পাথর ও চুর চুর হতে জানে
যত টুকু যাই হোক কর্মে
প্রতিবাদ লেখা আছে ধর্মে
সেখানে কে কোন পথ খুঁজে চলবে
কেউ কি কখনো মুখ ফুটে বলবে?
জেনে রেখো দুপায়েতে তৈল মর্দন
নয় কোন লক্ষ্যের মাত্রা
হাড়হীম কষ্টের গন্ধ সুবাসে,
শুরু করা যাত্রা আজীবন চলছে চলবে----
-----------------------------------------
-৪/৭/২৪-অবুঝ মন -