যে কথা শোনা মাত্র হারিয়ে যায়---
তিল তিল গড়ে তোলা সুখ স্মৃতি সঞ্চার সব সঞ্চয়
সে কথা না শোনানো বরং অনেক ভালো
অথচ কিভাবে যে অনায়াসে ছেড়ে যায় ভিতরের দাগ!
যে ফসিলের বুকে নির্ঘাত আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ
সেখানে রাত নামা গল্পের এ কেমন বানভাসি স্বাদ?
ভাবতে তো হবে কালি মাখা মেঘ কতদূর-কতটা ছড়ায়।
হয়তো বা তারিয়ে উপভোগের উজ্জ্বল আলোতে---
অনেকটাই হেঁটেছেন ঘন নীল আকাশের ওই সীমানায়
তাই বলে একবুক দলবল ঘন ডাক নিঃশ্বাস নিমেষেই ভুলে যেতে হয়!
নিরন্ন হলেও এতোখানি অসুখের দাম বলুন তো কে চায়?
জানতে তো হবে আগুন ছোঁয়া প্রবেশের পথ,
জবজবে ঘামে ভেজা সোঁদা মাটি গন্ধ বাসি হলেও নয় কোন মন্দ।
-------------------------------------------
-৮/১১/২৪-অবুঝ মন