সময় তো রোজ ছুটছে তালে,কালকে যেমন আজও তেমন
বলতে পারো এমন সময় কোথায় ছিলে?
টপকে ছিলে নিজের বাঁধন নিজের করে ইচ্ছে মতো
আজও কী তেমন সুরে উজাড় করে মেলছো ডানা সুখ ইশারায় ?
শূন্যস্থান পূরণ করতে পারো যদি আপন করে নিও জুড়ে বিজন ঘরে
দেখবো তোমায় নাব্য স্রোতের অপলকে,গভীর শ্বাসে মুগ্ধ হয়ে
এবার বলো পারবে কি তা?
না কী আবার ভাববে বসে এ কোন চাঙর হ্যাংলা কাকের উদয় হলো আগুন ক্ষেতে?
যাই ভাবো না দোষ কিছু নেই চাঁদের কাছে নিত্য পূজোর আরাধনায়
ঐ দেখো ওই সূর্যমুখি ফুটবে বলে বাগান জুড়ে কেমন করে উড়ছে ভ্রমর ------
---------------------------------------------
-১১/১০/২৩-অবুঝ মন -