যত না ঝড়ের দিশা ততটাই নীরব মিছিল
এভাবেই চলছে লহর না পাওয়া শোকের মূলে জড়িয়ে আঁচল
অথচ দেখছে চোখে কতশত ঝাড়ার বহর আকাশ সীমা পার করেছে নকশা এঁকে!

ও আমার সবুজ সাথী চিরকালের,বলতে পারো আর কারও নয়
এই তো বাঁধন জুড়ের শক্ত গিঁট আঠারো বছর যেমন করে জুড়লো এসে।

ঠিক তেমনই ফকির সাহেব,হয়তো পোশাক আশাক ঝলমলানো একটু আলো
যেভাবে পার করেছে নিজের মতো এতোদিনের বাঁধার প্রাচীর
তবু তো উড়ো হাওয়ায় ভাসতে শুনি বেশ তো ঝাড়ো!
সময়ের এইটুকু যা অলগ অলগ দৃশ্য দূষণ তরল করা।

কী হবে পাল্টা দিয়ে হিসাব কষে বলতে পারো? আমাদের ছোট্ট সময় সবার নিজের
বাঁধনের অটুট জোড়ের এই ফেরিঘাট থাক না জুড়ে লক্ষ বছর
পদ্মার মাঝির মতো ভাসিয়ে খেয়া তরী,চলবো দুলে চলবো দুলে----
-----------------------------------------
৪/৩/২৪-অবুঝ মন -