যেভাবে সাদা মেঘ ছুঁয়ে যায়
সেভাবেই বয়ে যাক আলো ছায়া রোদ্দুর
হোক যত পাতাগুলি নতুন ও পুরনো
দেখছো তো কেমনে সুগন্ধি সৃষ্টির বাঁধনে--
মিলেমিশে একাকার ওরা সব!
জানোতো ঝিরি ঝিরি বৃষ্টিও নেশাখোর দৌড়ের রাস্তায়!

এতো কিছু সামনে তবুও বাইপাস সার্জারি প্রয়োজন--?
জংধরা আলপিন ফুটলেই যেমনই সেপটিক
যার যা ইচ্ছে থাক না ,কা কা ডাকটাই কর্কশ,বেমানান।

ওই দেখো কোপাইয়ের কিনারা কিভাবে খিলখিল  হাসছে
এভাবেই চেতনার আলোকে সুঘ্রাণ ভরা থাক সারাক্ষণ
দেখবে ঝুরঝুর ভাঙচুর,লুটপাট বলে আর কিছু নেই
নিজেদের ডানা তে ভর করে যায় যাক গাঙচিল দূর থেকে বহুদূর---
--------------------------------------
-১৭/৭/২৪-অবুঝ মন -