জাত চাই
কলমে:নরেশ বৈদ্য
------------------------------------------
আমি যদি মন্দের নোনা জল মুখে নিই
নিশ্চই নয় দায় অন্যের--এখানেও প্রশ্ন!
কেউ কেউ কারো ভালো চায় না,মানতেও দ্বিধা নেই
বলে কী--আমি না বাঁচলে তোমারো সব শেষ!
ছাই রঙ পুষলে হয় জানি এরকম
হিংসার এ কেমন বিস্তার?মেলে না উত্তর সাধারণ!
না পাওয়ার জন্য ক্ষতিটাই সব কী?
টলমল পৃথিবী এভাবে কতদিন--কতদূর চলবে কে জানে?
জাত চাই ধরনের গড়নে,তবে যদি উবে যায় হাহাকার
বেঁচে থাক সবনম মানুষের,এটুকুই মুছে যাওয়া চিহ্নের গতিপথ চাইছি
নড়বড়ে পিলারের ঝাপটে যুৎসই উৎসের সন্ধান শোনে কে?
জাত চাই,জাত চাই মানুষের।
-----------------------------------------
২৩/৩/২৩-অবুঝ মন -