যদি না জানতে
যাই কিছু হয়েছে
কোনোটাই নিয়মে হয়নি
তাহলে মানা যেত
সব দোষ এককের কর্মের।
সেখানে যান্ত্রিক নিয়মে
কীভাবে আর্থিক হিসাবটা--
মেলালে তা কে জানে!
অধমের ফুসফুস এতোখানি নিষ্ঠুর
কখনো কি দেখেছো?
পাতাটা খসাবে বললে
কলিজাটা আগে ভাগে
হয়ে যেতো ব্যান্ডেজ
এই যা চোট টা সারানোয়
পাওয়া যেত খুচখাচ একটু সুবিধা।
তুমিও তো কিছুকাল
মশগুল এ বাতাস টানলে
এই রেশ থাকতে থাকতে
যদি হয় বেলা শেষ,বুঝবে
সে কখন অসীম সসীমের
ধারে কাছে গিয়েছে পৌঁছে!
যাকে আর কোনদিন ফেরানো যাবে না।
বিস্ক ফার্ম আগুনের ফুলকি কী এরকম?
দূষনের ভাগিদার মানতে মানতে
আজ সেই বনফুল কতদূর--
অথচ ভেবেছিল ফেরতের রাস্তায়
যে পেয়েছে নিশ্চিত ছায়ারই আশ্রয়!
সে তো আর জানতো না
মাছরাঙা পাখিদের ঠোঁটেও --
জ্বালাময়ী নীল বিষ এতো এতো লুকানো!
হজমের রাস্তায় আজকাল বড়ো বেশি--
ভরে গেছে ঝোপঝাড় কাঁটা লতা গুল্ম।
----------------------------------------
১৭/৬/২৪-অবুঝ মন -