জানতে চাওয়ার ধরন দেখে বুঝতে হবে
কোথায়-কেমন হচ্ছে খেলা নতুন করে
শ্বেত চন্দন কুড়িয়ে রেখো নিজের সাথে
দেখবে তুমি সব বেদনা মুছেই গেছে হাওয়ার সুরে।

এর চেয়ে ভালো অবুঝ শ্রাবণ মুঠোয় পুরে
গরল টাকে তরল করে নিলেই হলো
দেখবে তুমি পেয়ে গেছো সহজ উপায়
পাথর হওয়ার নেই প্রয়োজন মুহ্য শোকে।

তর তরিয়ে চলবে ভেলা জীবন স্রোতের
এবার তুমি বলতে পারো আমার স্বপ্নন
যেমন তেমন হোক না এমন কে ঠেকাবে?
------------------------------------
-২৪/৭/২৪-অবুঝ মন -