যাই হোক
-----------------------
প্রতিশোধ স্পৃহা নিয়ে কিভাবে
ভাসা প্রেম বাসা বাঁধে মনে?
হয়তো ক্ষণিকের ফলাফল নিশ্চিত
ছিনিয়ে ও নিতে পারো কিছু স্থাবর অস্থাবর
কী লাভ?যদি হঠাৎ কোন দিন প্রকাশ্যে একবার ---
পারবে কি চোখ তুলে দাঁড়াতে সামনে?
না কোনো দেখবে আলো--বিষ কাঁটা বিঁধবে বুকে কার?
জেনেছো কি কখনো--ক্ষুধার্ত শকুনের জন্য
কার প্রেম--কতখানি ছুঁয়ে গেছে ফুলমালা ভার?
ভাবছো অধিকার!তা তো শত যোযন পিছনে তোমার
যাই হোক বাসনা প্রাপ্তিতে পিছিয়ে থেকো না জেনো।
------------------------------------
জেনে রেখো
----------------------------
ভাবছেন ঘাটতি মেটাবেন এইবার
ছত্রে ছত্রে চোরা বালি যেভাবে যা রয়
অজানা আশঙ্কাও কম কিছু নয়
এছাড়াও দিতে হতে পারে মুচলেকা নামা
এখানেই কার যে জীবন কখন হয়ে যাবে তিলে তিলে ক্ষয়?
সুতরাং ভালো করে ভেবে দেখো বাছাইয়ের পথ
ওই তো তারার ভীড় এপারে যেমন
তবু চেপে বসে কেন ওপারের ভ্রম?
জেনে রেখো মারিচ কাউকে উপকার করবে--
এমনটা ভেবো না কখনো ।
-----------------------------------------
১১/৫/২৪-অবুঝ মন -