যাই হোক
-------------------------
আমরা যেটুকু যা ভাবছি সবকিছু ঠিকঠাক হয় কি?
আসলে যেটুকু যা ঘটবার সেটুকুই ঘটছে ঘটবেই
কিছু কথা--কথা নয় তবুও লেজুড় এক জুড়ে যায়
মেঘ জমে রাগ হয়,ফুসলানো ঢেউ হয়,চরকি পাখ খায়--
বুনোহাঁস উড়ে যায়--আরও--আরও--কত কী!
মনে কর ইট, কাঠ,পাথরের কত দাম
অথচ আমরাই ছুটে চলি ঝর্ণার অভিপ্রায় বুঝতে
যাই হোক সহজাত ভাবনার সহজ এক মানে হয়
তুমি ও কি বুঝতে কার জিত কার হার?এমনই হয় সব বেহিসাব
তাই বলে কাঁচা ঘুম ভাঙানোর দরকার?
চেয়ে দেখো ঝরঝরে প্রভাতের নবারুণ মাখতে কত ফুল মুখিয়ে।
--------------------------
আমরা ও চাই
------------------------
হয়তো কিছু বাড়ি গাড়ি থাকবে সবে
মায়ার ভবে এই দিনটি এমনি করে আর কি রবে?
ভোরের আলোয় ফুলের বাগান যেমন ফোটায় ফুলের সারি
এ শহরে তেমন করে যাক ভেঙে যাক বাঁধার প্রাচীর
বাঁধন মূলের এই শিকড়ে এমনই জোর
দিনে দিনে যাচ্ছে খুলে নতুন এক দোর
মন্দ খিদেয় জ্বলছে না পেট করছে না ঘেউ
বয়স টয়স নয়কো বাঁধা বলছে না কেউ
হৃদয় ছুঁয়ে ছুটছে সবাই তুফান মেলে
বলতে পারেন এই দুনিয়ায় এর চেয়ে বেশি আর কি পেলে?
শিশির যেমন মুক্ত হয়ে ঝরছে ঘাসে
আমরা ও চাই সরল বাতাস এমনি করে পড়ুক ঝরে বারো মাসে।
------------------------------