হোক না যতখুশি
গুলি আর গালাজের শব্দ
চিরকালই এরকম
পিঁয়াজের ঝাঁঝ নিয়ে চলবো
চোর চোর তঞ্চক অভিযোগ
দুপায়েতে দলবো
হয় হোক ধ্বংস
সমাজের সৃষ্টি কালচার‌‌।

থামালে থামবো ভাবছো?
দূর দূর ঝাঁটা মারি মুখেতে
দেখছো না পুষছি ক্ষমতার দম্ভ?

ফাঁসলে ফাঁসবো মানতেও রাজি নই
হোক না যত খুশি চারদিকে হইচই
মুচমুচে পিঠে আর পায়েসের গন্ধ
ভালো কার লাগে না বলতো?

জ্বলে পুড়ে মরে যাক বাকি সব
দিচ্ছি তো খুদকুঁড়ো ছিটিয়ে
বদলানো এ আমার কাজ নয়
হয় হোক শুদ্ধ সমীরণ শ্রেষ্ঠ।

এরপরে বলবে ভালো নয়!
এত কেন গন্ধ?
বংশ বাঁচানোর রাস্তায়,এ আমার মোহময়
সুমধুর ভাটিয়ালি সুরধ্বনি ছন্দ
যাই হোক আমি যা তাই আমি থাকবো।
--------------------------------------
২৭/৪/২৪-অবুঝ মন -