ভুরি ভুরি প্রমান পড়ে
তবু দেখি সকাল বিকাল
সাধন ভজন হচ্ছে ভালো
এই কী স্বাধীন আমরা সবাই?
ডাকাত জেনেও----
বলছি না সে ময়লা কালো!
বাঁদর গুলোর বাসছি ভালো!

থাক তবে চুরির নিশান
গুদাম ঘরের আটচালাতে
দেখবে কে তা বিচার করে?
বিকোয় যে সব অর্থ জোরে
গরীব হলে এমন ভাবে থাকতো এসব?
আসতো তেড়ে রে রে করে
কবে কখন পৌঁছে দিতো---
ফাঁসি কাঠের দোরগোড়াতে।

বলি হচ্ছে টা কী এসব রেখে?
আমরা কেবল মরেই যাবো?
রইবে ওরা হাসুন হানার গন্ধ শুঁকে
রঙিন জলের বোতল মুখে চির সুখে!
এবার বোধহয় ভাবতে হবে
আর কতদিন চলবে নাটক --
এমন করে প্রহসনের মাত্রা চড়ে?

দাসের দাসী ভেবে নিলে
উপায় আছে জেনে নিয়ো
ইতিহাসের পাতাটাকে সামনে রেখে
সবাই সবার হাতটি ধরে ঝাঁপিয়ে পড়ুন
দেখবে চোর বন্দিশালায়
মিনমিনিয়ে কাটছে জাবর।

থাক পড়ে দেশের বিচার
নিমজ্জিত অন্ধকারে!
জানুক ওরা দেশের দশের
বিচারসভা কাকে বলে
জাগরণের মানুষ পারে চোরের নিধন
হিসাব কষে যমের দ্বারে পৌঁছে দিতে‌।
----------------------------------------
২৭/৮/২৩-অবুঝ মন-