যদি থেকে থাকে

হোক যত চিড়বিড় অস্থির এ সময়
অনুযোগ অভিযোগ সরিয়ে রোজ রোজ নিজেকে ভাঙছি
দেখছি পথে কত নিদোর্ষ সুশোভন রোজগেরে দুহাতের কারিগর ছুটছে!
অথচ আমি সেই ঝরা ফুল বাসি যোগ-উটকো ঝটকার অজাচিত চকিত গহ্বরে রয়েছি!
নিক্তির মূল্য কী হয়ে থাকে এমনি?
জানিনে মৌন আবাসের কতটুকু দরদাম এ পৃথিবী দিয়েছে?
তবু কিছু আল্লাদী প্রীতি যোগ সিন্ধু সাগরের নীল বুক এভাবেই জড়িয়ে যাচ্ছে!
হয়তো হতে পারে টুপটুপ তুষারিত শৌর্য শৃঙ্খল তৃষ্ণা এরই নাম
দুষ্ট দমনের বন ঝাড় সে কী আর কখনো জাগবে?
নুড়ি আর পাথরের ঠকঠক টিক টক নৃত্যে,একটু তো হজমের গোলমাল থাকবে
তরঙ্গের প্রাবল্যে কী বুঝা যায় কিভাবে ধারটা কাটবে?
যদি থেকে থাকে কোনো পথ হিমাচল চলাচল উজানের
হৃদযোগ শান্ত নিবিড় এক মিছিলের সংগম,এই রথ চলছে চলবে---
-------------------------------------------
২৭/১০/২৪-অবুঝ মন -