আমরা ভাবি বৃষ্টি আসুক অঝোর ধারায় নেমে
ভাবি না তো জীবন পুরে থাকবো কেন থেমে!
আমরা ভাবি পাহাড় চূড়ের ঝর্ণাধারায় ভিজলে ভালো হয়
ভাবি না তো ওরা কেন ঘরের কোণে রয়!
আমরা ভাবি সাগর স্রোতের বুকটা জুড়ে ভাসলে মজা বেশ
ভাবি না তো দামাল মেঘের আঁচড় খেয়ে হচ্ছে কত শেষ!
আমরা ভাবি শিশির ভেজা ঘাসের উপর হাঁটবো চিরকাল
ভাবি না তো উদার মনে জমে না জঞ্জাল!
আমরা ভাবি আমার শহর বেশ তো আলো বাকি অন্ধকার
ভাবি না তো কার বুকেতে জমে আছে আর্তনাদের স্বর!
আমরা ভাবি নিজের ক্ষেতে পাচ্ছি যে সুখ সেটাই আমার আয়
জেনে রেখো মহাকালের চরকি নাচে মেঘ লুকানো দায়
শ্বেত চন্দন উপাচারে কাটাতে চাও বেলা?
বলছি সবে পারলে এসো হৃদয়পুরে,ভাসছে দেখো ভেলা।
-----------------------------------------
২৮/৭/২৪-অবুঝ মন -