দাবি হীন প্লটে দাঁড়িয়ে বলছি
হোক না যেরকম আবহাওয়া
শান্তির যে মিছিল রঙ হীন
শুধু এটুকুই প্রয়োজন বাঁচতে।
হতে পারে শিখরে অনেকে
ভারবাহী গাধাও আদরে
নীরব এক গীতিকার বনে যায়
এখানেই স্বার্থক গল্প প্রভুপাদ।
যাই বলো তাই বলো,যেখানে যেটুকু যা পাচ্ছি
সেটুকুই সঞ্চয়,মুঠো ভরে তুলে রাখি যত্নে
আশ্রয়,প্রশ্রয় মাথা চাড়া দেয় দিক দশদিক
গুণাগার হতে আর রাজি নই
পৃথিবীটা পরিমল থাকলেই আর কিছু চাইনে
ভাই ও ভগিনী হয় হোক উজ্জ্বল সারাক্ষণ
এর বেশি কী আছে দূতিময় আকাশে?
ওজনের দর দাম কে চায় বলোতো?
যদি না লেগে থাকে ছোঁয়াচে ঘিন ঘিন
বোবা ও পেতে পারে সৎগুণ কখনও---
হয়তো এরই নাম মসৃণ তলোয়ার সবকিছু উর্ধ্বে।
------------------------------------
-১১/৪/২৪-অবুঝ মন -