কত সহজে ধরে নেওয়া যায় "ও কিংবা ওরা"বড্ডো খারাপ!
অথচ বিন্দুমাত্র ভাবি না আমরা কার সাথে--করছি কেমন ব্যবহার!
আমার অমুখটা চাই আমার তমুক---
এই বেশ পেলেই হলো
তাতে কার কী এসে গেলো--তাকাবার সে সময় কোথায়!
এরপরেও তেমন হলে ইচ্ছে খুশি চালিয়ে খেলার আছে তো তির,তলোয়ার
না হলে করবে কেমনে বলো নিজের বড়াই?
শুধু জানলো না কোনো কোনো পৃথিবী ওসবের একদমই ধার ধরে না
যাদের এখনও প্রিয় গোলা বারুদ নয় নৈঃশব্দ্য নিরুত্তাপে ভরা মনোবীণার তার।
-------------------------------------------
-২২/২/২৫-অবুঝ মন -