ইতিহাস চাইছে
--------------------------------------
ভুলে গেছি আমরা অধিকার কী বিষয়!
তাই কি করছি তু তু ম্যা ম্যা?
জাতটা গোখরো চিনে নিতে কতক্ষণ
বিষ দাঁত ভাঙলে সব শেষ হবে খন
লড়াইটা হাতিয়ার এটা চাই সবাকার
এসো না সব্বাই ময়দান ডাকছে।
লুকিয়ে থাকলে আগামী কী পাবে?
ওরা ও ফুঁসছে চোখ রেখো আয়নায়
দেখবে কী ভাবে ফাটল টা বাড়ছে
এখনও চুপচাপ এরকমই থাকবে!
ওই দেখো ওরা কারা ভুখাপেট দিন রাত?
হাড় কাঁপা ঠান্ডায় থেমে নেই ধর্মে
ভুলে গেলে চলে কী--
এক নয় দুই নয় দুশো বছর ইতিহাস সংগ্ৰাম ?
শিশুরাও কাঁদছে কী কারণ?
পর্দাটা সরানো চাইছে
তবে তো মিলবে সুসম সমাহার সুযোগের
ভেবে দেখো তুমিও--আমিও এই দলে দাঁড়িয়ে।
-----------------------------------------
২৬/১/২৪-অবুঝ মন -