এই যে কোমল হৃদের চলাচলের নীল সরোবর
এই যে হৃদপদ্মের দেওয়া নেওয়ার ভাবের উদয়
সত্যি কী এক নিমেষে নিতে পারে হঠাৎ বিদায়?
এই যে স্বপ্ন আঁকা সাগর স্রোতে ভাসতে চেয়ে
এই যে পদ্মমুখি মেলছে ডানা চাঁদের বুকে
সত্যি কী ডুবতে পারে হড়পা বানে হঠাৎ করে?
এই যে জেগে থাকা ফাগুন দোলা মনের ফসল
এই যে বয়ে চলা ঝর্ণা ধারার মুক্ত আঁচল
সত্যি কী হতে পারে মিছরি ছুরি সবটা নকল?
এই যে কাঁটাতারের বেড়া আছে দেখছি চোখে
তবু দেখো কত সেতু পারাপারের চতুর্দিকে
সত্যি যদি ভেবে দেখো মনের বাঁধন প্রেমটা আসল।
-----------------------------------------
১৭/১০/২৩-অবুঝ মন -