নোংরার ভরা ব্যাগ নিয়ে ওরা
গরমের বাজারে এখনোও ধিন ধিন নাচ্ছে!
বলবার কিছু নেই ওরা কী!
এতোটাই বদ রোগ কী করে যে ভিতরে সঞ্চিত রেখেছে?
হাজারে হাজারে কাতারে কাতারে দাঁড়িয়ে--
ওই দেখো ওরা কারা এগিয়ে আসছে?
ভাবছেন শুনবার কে আছে!
জেনে রেখো মানুষের পেটে টান দিয়েছো
সোজা নয় পালাবার রাস্তা সহজে
এ ক্ষণে ঘোলা জল ঘেঁটেছো কী মরেছো
শীঘ্রই ফিরে এসো ফেরতের রাস্তায়
আসলে মেধা চুরি কখনোই ঠিক নয়
প্রদীপের শিখা জ্বেলে জ্ঞাণপিঠ স্বচ্ছ অধিকার দেওয়া চাই
পদটা থাকতে থাকতে হয়তো কিছুটা সম্মান বাঁচতো।
------------------------------------
২্৫/৪/২৪-অবুঝ মন -