হতে পারে
----------------------------------
প্রকাশিত পোস্টমটেমে জ্বলজলে ভয়ের কারণ
ফলে বৃষ্টির আশায় না থাকা ভালো বলে মনে হয়
কিভাবে জানতে পারি--স্বপ্নে এতো ভিড় করে পাকালের চাষ?

তুমি তো জানো যমুনার তীরে আজ কে বা কারা করে বসবাস
আজও স্বধর্মে দীক্ষিত গৃহবন্দী মেমসাহেব,দূতিময় প্রেমে পৃথিবীর সুনির্মল পরিচ্ছন্ন স্নান রেখেছে বজায়
তবু কেন এই নির্মম অভিঘাত উড়ানের এতো সম্প্রচার?

এসব তোমার ঝাপসা চোখের আন্দাজ হতে পারে,আমার কাছে অকল্পনীয় মোহনা মনে হয়--
----------------------------------
আসে আসুক বৃষ্টি ঝেঁপে
----------------------------------
আগুন তাপে পুড়ছে জ্বরে জীবন সাথী!
বলতে পারো কেমন করে সাত সকালে বাঁচার জন্য একা একা উঠবো মাতি?
এ কারণে আজকে আমি সবার থেকে নিলাম ছুটি
এসব শুনে খুক খুকিয়ে একটু আধটু খেতে পারেন লুটোপুটি
দবে দেখবেন দমটা যেন বজায় থাকে সঠিক ট্র্যাকে  ্
আর কিছুই বলবোক নাই,সে যে আমার রাই---সে যে আমার রাই ---
জানি এরপরেও আসবে ধেয়ে এঁকর বেঁকর তেঁকর ধ্বণী
ঝলমলিয়ে চলতে গেলে এসব স্মৃতি সবচেয়ে দামী মধুর বানী
এবার থামি,আসে আসুক শহর জুড়ে টেঁপাটেঁপি বৃষ্টি ঝেঁপে।
-------------------------------
-৩১/৫/২৩-অবু মন -