কোন সে আলোর স্বপ্ন নিয়ে
এলে কাছে কে বা জানে
জীবন খোঁজে হারানো সেই আকর্ষনে
বাঁচার এক নতুন মানে
চলার স্রোতে চুকিয়ে দেওয়ার
এমন সুযোগ আর কী পাবে?
না কী আবার কোন অজানা এক
শক্তিশালী উপেক্ষাতে হারিয়ে যাবে?

হোক সে পোশাক যেমন তেমন
নরম ভেবে জড়িয়ে নিলেম মনের ভিতর
দেখি কেমন দৈন্য নীতির প্রকাশ ঘটে আবার কোনো---
----------------------------------------
-২৫/১০/২৩-অবুঝ মন -