তুমি শুধু অন্ধকারের দেয়াল লিখন পড়ে গেলে
দেখলে না কতটা সুদীর্ঘ ক্ষত এখনো ওপারে
তবু তুমি বলছো এক হাত এগোলে বাকিটুকু নাগালে!
আসলে বুঝলে না কতদূর গন্ডীর সীমানা
জানি নাগপাশ ছোবলে আঁটোসাঁটো বন্দি
তবুও শুকনো পাতার মর্মর
বিব্রত বিবরণ না টেনে কী থামলে!

ভেবে দেখো যদি অমাবস্যা না থাকতো সমাজে
পূর্ণিমার কদর এতোটা কে জানতো?
বেগবতী নদীও জানে বাধা তার আসবেই
এর মানে এই নয় গেলো গেলো সব শেষ
হোক যত নিষ্ঠুর,বহমান এ জীবন প্রয়োজন নিষ্ঠার
ধৈর্যের সম্বল বাড়িয়ে তুমিও পারবে
হোক ছাই আমি কে,ঘনঘোর কুয়াশায় মিশে যাবো একদিন।
----------------------------------------
১১/১২/২৩-অবুঝ মন -