কে-কখন উঠছে?
কে-কখন নামছে?
বুঝতে বুঝতে কলিজাটা সলতে
তবু দেখো চরকির উঠোনে কত ভীড়!
ভাবছে একবার পাতে যদি পড়ে ক্ষীর সব অসুল!
শান্ত চিত্তে তখনই একবার খোয়াইয়ের রাস্তাটা ভাবলে
কী জানি কতখানি থেকে থাকে পরিবেশ ঝলমলে স্বাভাবিক?
ইতিহাস বলছে কেড়ে খেকো নেকড়ের,
জীবনটা লকলকে হচ্ছে দিন দিন প্রতিদিন
সুতরাং একটু বেসামাল হয়েছো কী
গর্তে ঢুকতে কারোও কোনো বাঁধা নেই----
------------------------------------------
শুভ রাত্রি -৩/১/২৫-অবুঝ মন -