হে পথিক আজও চলেছো এ পথ ধরে!
দেখছো তো কত পারাপার?
দাঁড়াবার সময় কোথায়?
এখনও কি পেতে চাও ঘিয়ে ভাজা জল!
দেখো মেলে কী না থৈ?
আবার পেলেও পেতে পারো--
বিশ্বাসী জীবনের আশা ভরসার স্থল
তুমি হৃদয় নদীর কথা যতো বলো না কেন
পেরেকের ব্যববার হয়েছে কী শেষ?
----------------------------------------
-১৯/৭/২৩-অবুঝ মন -