আমরা যদি মানুষ এবং কবি বলে মানি
জাতের বড়াই নিয়ে এতো করবো হানাহানি!
হয়তো অনেক দুঃখ কষ্ট জমতে পারে মনে
তাই বলে কুঠারাঘাত করতে হবে নিঠুর অভিমানে!

ধর্ম থাক না যেযার যেযার নিজের
হবে কেন হিংসে এতো খিদের?
হোক সে যতই রক্তপাতের আখর লিপি লেখা
কে পেতে চায় দুর্যোধনও দুঃশাসনের দেখা?

নতুন করে স্বাধীন হলাম--এ কোন ধূসর মানে?
পালিয়ে যাওয়া নারীর বুকের বস্ত্র ধরে টানে!
সহজ সরল বাতাস খুঁজে চলা যেতো যদি
ডিঙিয়ে যেতে ভয় হতো না পাহাড় থেকে নদী।
-----------------------------------------
৭/৮/২৪-অবুঝ মন -