বোকা চাঁদ আছে বসে
জানালাটা খোলা রেখে
তাই দেখে ফুল পাখি
করে চলে ডাকাডাকি
ঢাকা কেন বাদবাকি?
কতজন এলো গেলো
কতজন ভরে নিলো
দিতে চেয়ে নামি দামী উপহার!
এ কেমন ফুল পাখি?
দুটি হাতে হাত রাখি
শুষে নিলো যতকিছু কাঙালের ঘর!
ভাসমান স্মৃতিপট রক্তে লালে লাল
ছটফট ছাতিটা ফাটছে
গল্পটা সত্যি শুনবে কে?
কাঙালটা ফেঁসেছে,লাশ এক ভাসছে-
----------------------------------------
২১/১১/২৩-অবুঝ মন-