সামনে যত দরজা ছিলো
দেখলো যখন এক এক করে
বন্ধ হওয়ার জোগাড় হলো--
আর তো বসে যায় না থাকা হাত গুটিয়ে,
দাও লেলিয়ে ভোক্তা ভুলো‌ শয়ে শয়ে।

খুদের বহর অনুর মতো বিস্তারিত
ভাবছে এসব কায়দা গুলো জানবে কজন?
রকম ফেরে খেলা যেমন---বেটিং মেনে চলছে এখন  
পাহাড় সম দূর্নীতিও,যাচ্ছে ঢেকে বকলমে ছায়ার ভিতর।

তোমরা যা ভাবছো ভাবো বয়েই গেলো
সাহেব সুবা যেমন আছে থাকবে তেমন
দেখবে শুধু উড়ছে কেমন ফুরফুরিয়ে
বুঝলে কী না গরম গরম চড়াম গোমর কেন এতো?
-------------------------------------------
৩০/৪/২৪-অবুঝ মন -