যতদূর চোখ যায় ঠিক ততদূর ধায়
দুচোখে দুচোখ টেনে--কেমনে বৃষ্টি নামে
বলতে পারো?
এরপরেও যদি সন্ধ্যা নামার গল্প শোনো!
তবে বলতে হয় ও চাঁদ থমকে দাঁড়াও
দেখো চেয়ে আবারও কোমল রোদের ভীষণ অভাব
আর কতবার অলীক আকাঙ্ক্ষায় সর্বস্বান্ত হতে চাও?
হতে পারো তুমি খিলখিল ঝর্ণাধারার দিলখোলা হ্রদ--
তাই বলে এতোটা উজাড়--!
অন্ততঃ একবার দেখো
তোমার খাঁ খাঁ সাম্রাজ্যের পূজারী সে কী না
ওই দেখো তোমার ইচ্ছে গুলো---
টানাপোড়েন শেষে নিঃস্ব হতে হতে হিমঘরে নিচ্ছে আশ্রয়
এরপরেও সেই চেয়ে থাকা--!সত্যি কবি তুমি পারো।
---------------------------------------------
-১০/১০/২৩-অবুঝ মন -