সব কিছু এলোমেলো গোলমাল!
কোন কিছু ঠিক নাই?
কুসুমের মতো মন--এ কেমন চঞ্চল?
যে সে ঝুপ ঝাপ জাল ফেলে দেখছে!
ছিপ তো দিব্বি ভালো বেশ।

দিন যত হাঁটছে--বিশ্বাস হাহাকার খুঁজছে!
সুতরাং সুললিত সেই সুর "আমি যে কে তোমার"
কাঙালের মতো আছে তাকিয়ে
ভাঙছে ভাঙছে পাড় গুলো ঝুর ঝুর ভাঙছে
পাখিটা মালামাল হলে না কী শান্ত!
যতো দোষ ভ্রমরের হয় কি?থেমে নেই নিখিলেশ,অনিকেত-----
------------------------------------
৬/৭/২৪-অবুঝ মন -