চারিদিকে কত কী যে হচ্ছে!
বলবার ভাষা কি যোগাচ্ছে?
কেন এতো ভরসা হারাচ্ছে?
মাটি,জল খাঁটি নিয়ে ধন্ধ
সোজা পথ একে একে বন্ধ
ঠকঠক ঠোকাঠুকি দ্বন্ধ!
চুপচাপ ওরা কারা বলো তো?
কতকাল এভাবে চলবে?
মূর্খর স্বর্গ নাচছে!
এরপরও ভাবছো ঠিক আছে?
বিদ্যের কোনো বুঝি দাম নেই?
এতো এতো কেন দাম রত্নের?
আঁধারের শেষ নেই ভাবলেই
থাকবে না কিছু আর অবশেষ
দূতিময় আলোটুকু ছড়াতে
শুধু প্রয়োজন একটু শক্তের।
------------------------------------------
১১/৩/২৫-অবুঝ মন -