দূরে যেতে যেতে--
পাতা উল্টিয়ে
যেখানে গিয়েছি দাঁড়িয়ে
সেটুকুই বাস্তব।
থাক যতো কাঁটাতার গুপ্ত অভিঘাত
হতে জানি বরাবরই নিশ্চুপ নির্বাক
ভালোবাসি,ভালোবাসি--
বলে কোনো খেলা নয়
সংসার যার যার গোছানো পরিপাটি টিকে থাক।
যদিও দেখি কত অসুখের ব্যবসা ব্যবহার
দিন দিন ফুলেফেঁপে--তেড়ে ফুঁড়ে উঠছে!
জানি না কী সুখ--কত সুখ পাচ্ছে?
----------------------------------------
-১৮/৩/২৫-অবুঝ মন