সে আসছে
পাশে বসছে
হাত রাখছে
চোখ মুদছে--

চাঁদ হাসছে
স্রোতে ভাসছে
ঠোঁট চুমছে--
আদরের সীমানা

একেবারে কল্প জগত ভরপুর ক্লাইম্যাক্স।

এবার চোখ রাখো
বাস্তব প্রকাশনায়
রজঃসলা হলে যা হয়
রজঃস্রাবে ভেসে যাচ্ছে পথ

বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া
মৃতবৎ এক গোলাপ
কেউ কোথাও নেই--
শুধু কালো ধোঁয়া--বিষন্ন বাতাস!

তবু যেন বেঁচে থাকে খোলামেলা আশ্বাস।
----------------------------------------
২৩/৯/২৩-অবুঝ মন -