যে যেথায় থাকি না
হাঁড়ির ভাতের মতো আমরা
ঝোল টেনে চলি না
বেড়াজাল মানি না
রক্ত কি আলাদা?
তবে কেন লাল চোখ--
কোতলের জ্বলছে?
জল্লাদ হলে কি শান্তি মিলবে?
যার যাই জাত কূল হোক না
মরা নদী হলেও চলবে
দুনিয়াটা সবারই
পশু নই,পাখি নই আমরা
মিলেমিশে থাকাটাই স্বাভাবিক
এরপরেও বলবো--
কে কোথায় ছুটে আয়!
এ কেমন স্বভাবের পরিচয়?
------------------------------------
-২১/১১/২৪-অবুঝ মন