ধাপ চাষ করেও দেখলে
অন্তিম স্থিতিটা ক্রমশঃ নিস্তেজ হচ্ছে!
সুতরাং বকুলের গন্ধে কাজ নেই
এর চেয়ে ভালো বেশ খোয়ানোর স্বস্তি
বুঝতে তো পারছো যান্ত্রিক কাঠামোর দাম নেই
মাঝে মাঝে হয়ও শূন্যের চাহিদা তুঙ্গে
হয় হোক--হোক না বিষ ঝাড় শুকনো,ক্ষতি নেই
হয়তো সাময়িক কষ্ট একটু বাড়বে
একবার ক্ষতটা শুকিয়ে উঠলে
দেখবে কতটা তুমি আছো মুক্ত স্বাভাবিক।
--------------------------------------------
৭/৭/২৪-অবুঝ মন -