যতটা সহজ ভাবি ঠিক ততটা সহজ নয়
টেরা চোখ বাঁকা মুখ এড়ানো কি যায়?
খিদে ভরা পেটে তে কার কী আছে খাই?
সত্যের পথটা দিন দিন কঠিন এক ঠাঁই!
বেহিসাবি এ কী দেখি আরে রাম রাম?
স্নেহ মাখা আদরেরও নেই কোনো দাম!
হোক যত বছরের সমারোহ পূর্তর ফূর্তি
একবার হয়ে ওঠা দরকার পাথরের মূর্তি
হয়তো থাকবে না বাকি আর আক্কেল সেলামি
তবু দেখি ভাবছি এসবে নেই আমি!
আসলে নিয়ত শান্তির জলেতে বসবাস চায় যে
তার কাছে নোনা ধরা ধূসর এক পৃথিবী কিছু নয়।
-----------------------------------------
১৫/৭/২৪-অবুঝ মন -