প্রিয় জনের কাঁটার আঁচড় লাগলো বলে
প্রয়োজনের দোষর হতে ভুলে যাবো কেমন করে?

আগে থেকে ধরেই নিলাম দেয়াল চাপা পড়বো এবার
তাহলে তো মানস হৃদের কম্ম কাবার একেবারে দারুণ খবর
এই যে এতো খোঁজের বহর ছিলো সবই নিত্য অসার?

কে না জানে হুইল চেয়ার ইচ্ছে মতো কেমন ঘোরে
পাগলী তুই দেখিস ভেবে স্কয়ার কাটে বিরাট যখন চারটি মারে
ধরতে পারো নকল তো নয় এটাই আসল ভালো থাকা মনের খিদে।
---------------------------------------
-১৯/১০/২৩-অবুঝ মন -